জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গতকাল রোববার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।
খুশির জোয়ারে ভাসছে কাপুর ও ভাট পরিবার। বলিউড তারকাদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন ‘রণলিয়া’। শুভেচ্ছা জানিয়েছেন আলিয়ার হলিউড অভিনেত্রী গল গাদতও।
মা হওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া। লেখেন, ‘…এবং আমাদের জীবনের সেরা খবর; আমাদের সন্তান চলে এসেছে। কী দারুণ সে! ভালোবাসায় উপচে পড়ছি আমরা। ধন্য এবং মুগ্ধ অভিভাবক আমরা। ভালোবাসা জানাই। আলিয়া ও রণবীর।’
পোস্টের মন্তব্যের ঘরে মুক্তির অপেক্ষায় থাকা ‘হার্ট অব স্টোন’ সিনেমার সহকর্মী আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন হলিউড অভিনেত্রী গল গাদত। অভিনেত্রী লিখেছেন, ‘অভিনন্দন’। সঙ্গে জুড়ে দিয়েছেন অনেকগুলো ‘হার্ট’ ইমোজি।
চলতি বছরের জুলাই মাসেই ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিং শেষ করে দেশে ফেরেন আলিয়া। এই ছবির শুটিং চলাকালেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। প্রযোজক ও সহ-অভিনেতা গল গাদতের সঙ্গে কাজের মধুর অভিজ্ঞতা শেয়ার করে সেসময় তাঁর ভূয়সী প্রশংসাও করেন তিনি।
ছবিটি আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক ঘটবে আলিয়ার।
জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গতকাল রোববার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।
খুশির জোয়ারে ভাসছে কাপুর ও ভাট পরিবার। বলিউড তারকাদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন ‘রণলিয়া’। শুভেচ্ছা জানিয়েছেন আলিয়ার হলিউড অভিনেত্রী গল গাদতও।
মা হওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া। লেখেন, ‘…এবং আমাদের জীবনের সেরা খবর; আমাদের সন্তান চলে এসেছে। কী দারুণ সে! ভালোবাসায় উপচে পড়ছি আমরা। ধন্য এবং মুগ্ধ অভিভাবক আমরা। ভালোবাসা জানাই। আলিয়া ও রণবীর।’
পোস্টের মন্তব্যের ঘরে মুক্তির অপেক্ষায় থাকা ‘হার্ট অব স্টোন’ সিনেমার সহকর্মী আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন হলিউড অভিনেত্রী গল গাদত। অভিনেত্রী লিখেছেন, ‘অভিনন্দন’। সঙ্গে জুড়ে দিয়েছেন অনেকগুলো ‘হার্ট’ ইমোজি।
চলতি বছরের জুলাই মাসেই ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিং শেষ করে দেশে ফেরেন আলিয়া। এই ছবির শুটিং চলাকালেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। প্রযোজক ও সহ-অভিনেতা গল গাদতের সঙ্গে কাজের মধুর অভিজ্ঞতা শেয়ার করে সেসময় তাঁর ভূয়সী প্রশংসাও করেন তিনি।
ছবিটি আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক ঘটবে আলিয়ার।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
৯ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
১১ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১২ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১৫ ঘণ্টা আগে