জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গতকাল রোববার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।
খুশির জোয়ারে ভাসছে কাপুর ও ভাট পরিবার। বলিউড তারকাদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন ‘রণলিয়া’। শুভেচ্ছা জানিয়েছেন আলিয়ার হলিউড অভিনেত্রী গল গাদতও।
মা হওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া। লেখেন, ‘…এবং আমাদের জীবনের সেরা খবর; আমাদের সন্তান চলে এসেছে। কী দারুণ সে! ভালোবাসায় উপচে পড়ছি আমরা। ধন্য এবং মুগ্ধ অভিভাবক আমরা। ভালোবাসা জানাই। আলিয়া ও রণবীর।’
পোস্টের মন্তব্যের ঘরে মুক্তির অপেক্ষায় থাকা ‘হার্ট অব স্টোন’ সিনেমার সহকর্মী আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন হলিউড অভিনেত্রী গল গাদত। অভিনেত্রী লিখেছেন, ‘অভিনন্দন’। সঙ্গে জুড়ে দিয়েছেন অনেকগুলো ‘হার্ট’ ইমোজি।
চলতি বছরের জুলাই মাসেই ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিং শেষ করে দেশে ফেরেন আলিয়া। এই ছবির শুটিং চলাকালেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। প্রযোজক ও সহ-অভিনেতা গল গাদতের সঙ্গে কাজের মধুর অভিজ্ঞতা শেয়ার করে সেসময় তাঁর ভূয়সী প্রশংসাও করেন তিনি।
ছবিটি আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক ঘটবে আলিয়ার।
জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গতকাল রোববার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।
খুশির জোয়ারে ভাসছে কাপুর ও ভাট পরিবার। বলিউড তারকাদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন ‘রণলিয়া’। শুভেচ্ছা জানিয়েছেন আলিয়ার হলিউড অভিনেত্রী গল গাদতও।
মা হওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া। লেখেন, ‘…এবং আমাদের জীবনের সেরা খবর; আমাদের সন্তান চলে এসেছে। কী দারুণ সে! ভালোবাসায় উপচে পড়ছি আমরা। ধন্য এবং মুগ্ধ অভিভাবক আমরা। ভালোবাসা জানাই। আলিয়া ও রণবীর।’
পোস্টের মন্তব্যের ঘরে মুক্তির অপেক্ষায় থাকা ‘হার্ট অব স্টোন’ সিনেমার সহকর্মী আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন হলিউড অভিনেত্রী গল গাদত। অভিনেত্রী লিখেছেন, ‘অভিনন্দন’। সঙ্গে জুড়ে দিয়েছেন অনেকগুলো ‘হার্ট’ ইমোজি।
চলতি বছরের জুলাই মাসেই ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিং শেষ করে দেশে ফেরেন আলিয়া। এই ছবির শুটিং চলাকালেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। প্রযোজক ও সহ-অভিনেতা গল গাদতের সঙ্গে কাজের মধুর অভিজ্ঞতা শেয়ার করে সেসময় তাঁর ভূয়সী প্রশংসাও করেন তিনি।
ছবিটি আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক ঘটবে আলিয়ার।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১৭ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১ দিন আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১ দিন আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১ দিন আগে