Ajker Patrika

জেদ্দার চলচ্চিত্র উৎসবে নতুন ‘লুকে’ রণবীর কাপুর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭: ৫৮
জেদ্দার চলচ্চিত্র উৎসবে নতুন ‘লুকে’ রণবীর কাপুর

মেয়ে রাহার জন্মের পর প্রথম প্রকাশ্যে এলেন রণবীর কাপুর। দাঁড়ি ও লম্বা চুলের নতুন এক দর্শনে সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন রণবীর কাপুর। সাদা শার্টের সঙ্গে নীল চেক স্যুট পরে রেড কার্পেটে হাঁটেন তিনি।

বলিউড কিং শাহরুখ খান, এ আর রাহমান, সাইফ আলী খান, কাজল, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার ও সোনম কাপুরও এর আগে এই উৎসবে অংশ নেন।

রেড কার্পেটে তাঁদের জমকালো উপস্থিতি নজর কেড়েছে সবার। রেড সি ফেস্টিভ্যালে অংশ নিয়ে নিজেদের বিভিন্ন পোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তাদের ছবি সাড়া ফেলেছে।

রণবীর কাপুর বলেন, বলিউডের ‘বর্জন প্রবণতার’ প্রভাব শমশেরা–এর ওপর পড়েনি। এর ব্যর্থতা যতটুকু, তার দায় পুরোটা নির্মাণ ত্রুটির। হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনকে রণবীর বলেন, ‘এটি “বক্স অফিস” বিপর্যয়ের বড় ঘটনা। শমশেরায় সবচেয়ে বড় ভুল ছিল— দাঁড়িতে আটকে থাকা। আমি যখন শুটিং করছি তখন দাঁড়ির জন্যে মুখে বেশি তাপ অনুভব করেছিলাম। মনে হচ্ছিল, আমার মুখ গলে যাচ্ছে।’শমশেরা দিয়ে চার বছর পর রূপালী পর্দায় ফিরেন রণবীর কাপুর। এ বছর ২২ জুলাই এটি মুক্তি পায়। কর্ণ মলহোত্র পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় পর্দায় এসেছে।২০১৭ সালে মুক্তি পাওয়া ‘জগ্গা জাসুস’ চলচ্চিত্রের বক্স অফিসে প্রত্যাশা পূরণের ব্যর্থতা নিয়েও কথা বলেন রণবীর কাপুর। ওই চলচ্চিত্রে তাঁর সঙ্গে ক্যাটরিনা কাইফও অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন অনুরাগ বসু।রেড সি ইন্টারনেশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রণবীর কাপুর। ছবি: টুইটার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত