চাঁদের বুকে নামল মানুষবিহীন চীনা মহাকাশযান
চাঁদের দূরবর্তী অংশে অবতরণ করল মানুষবিহীন চীনা মহাকাশযান। যুগান্তকারী এই মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার অংশ থেকে পাথর ও মাটির নমুনা সংগ্রহ করবে যানটি। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২ জুন) সকাল ৬টা ২৩ মিনিটে দক্ষিণ মেরু-আইটকেন বেসিন নামক চাঁদের গর্তে অব