Ajker Patrika

৪ মাস পর ইসরায়েলে আবারও রকেট হামলা চালাল হামাস

আপডেট : ২৬ মে ২০২৪, ১৯: ৫১
৪ মাস পর ইসরায়েলে আবারও রকেট হামলা চালাল হামাস

চলমান সংঘাতে বিগত চার মাসের মধ্যে এই প্রথম ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালানোর কথা জানিয়েছেন হামাস যোদ্ধারা। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চল থেকে অন্তত আটটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীও। তবে বেশির ভাগ রকেট প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। 

বাংলাদেশ সময় আজ রোববার সন্ধ্যায় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা নিয়ন্ত্রণকারী হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় তেল আবিবে হামলার বিষয়টি জানায়। বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী গণহত্যার জবাব দিতেই তাদের যোদ্ধারা হামলাটি চালিয়েছেন। 

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ইসরায়েলের তেল আবিব অঞ্চলে অন্তত ১৫টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিবে আঘাত হানা রকেটগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ এলাকা থেকে ছোড়া হয়েছে। গাজার এই অংশেই সম্প্রতি অভিযান শুরু করেছিল ইসরায়েলের সেনাবাহিনী।

গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, রকেট হামলার সময় তেল আবিব ছাড়াও হার্জলিয়া ও পেতাহ টিকভাসহ ইসরায়েলের আরও কয়েকটি শহরে সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরায়েল টাইমস জানিয়েছে, বেশ কয়েকটি রকেট মাটিতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেম। 

এই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত