আদালতে দীর্ঘ জবানবন্দি, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না ত্ব–হা
ত্ব–হা আদনান কারো সঙ্গে দেখা করছেন না, এ ব্যাপারে আইনগত কোনো বিধিনিষেধ আছে কি–না জানতে চাইলে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আইনগত কোনো বিধিনিষেধ নাই।