প্রতিনিধি, রংপুর
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আরা শেখ। অথচ তাঁকে রংপুর মেডিকেল কলেজ থেকে রমেক হাসপাতালে পদায়ন করা হয়েছে। পদায়ন করা হয়েছে শিশু বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডা. মমতাজ বেগমকেও। অথচ তিনি চার মাস আগে অবসরে গেছেন।
চিকিৎসক সংকটের কারণে এ দুজনসহ ৬৫ জনকে একযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত রোববার (৪ জুলাই) জারি করা হয়।
তাঁদের বুধবারের (৭ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁরা ৮ জুলাই সকালে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ওই আদেশে আরও বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে তাঁদের পদায়ন করা হলো।
ডা. ফেরদৌস আরা শেখ মারা যাওয়া এবং ডা. মমতাজ বেগম অবসরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি বলেন, ছয় মাস আগে ডা. ফেরদৌস আরা শেখ ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন। আর ডা. মমতাজ বেগম চার মাস আগে অবসরে গেছেন। তাঁদের মৃত্যু ও অবসরের বিষয় সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছিল। হয়তো ভুলবশত তাঁদের নাম এসেছে।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আরা শেখ। অথচ তাঁকে রংপুর মেডিকেল কলেজ থেকে রমেক হাসপাতালে পদায়ন করা হয়েছে। পদায়ন করা হয়েছে শিশু বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডা. মমতাজ বেগমকেও। অথচ তিনি চার মাস আগে অবসরে গেছেন।
চিকিৎসক সংকটের কারণে এ দুজনসহ ৬৫ জনকে একযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত রোববার (৪ জুলাই) জারি করা হয়।
তাঁদের বুধবারের (৭ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁরা ৮ জুলাই সকালে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ওই আদেশে আরও বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে তাঁদের পদায়ন করা হলো।
ডা. ফেরদৌস আরা শেখ মারা যাওয়া এবং ডা. মমতাজ বেগম অবসরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি বলেন, ছয় মাস আগে ডা. ফেরদৌস আরা শেখ ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন। আর ডা. মমতাজ বেগম চার মাস আগে অবসরে গেছেন। তাঁদের মৃত্যু ও অবসরের বিষয় সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছিল। হয়তো ভুলবশত তাঁদের নাম এসেছে।
পৃথক মিছিল নিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা। আজ শনিবার (১৭ মে) বিকেল ৪টায় নগরীর পাওয়ার হাউস মোড় থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে মিছিল শুরু করেন নজরুল ইসলাম মঞ্জু।
৩ মিনিট আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে গ্রেপ্তারের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
৭ মিনিট আগেসংসারের হাল ধরতে পাঁচ মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরিদপুরের সালথা উপজেলার নুর আলম খান (৩৬)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুই মাসের মাথায় গত জানুয়ারিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নানা জটিলতার কারণে তাঁর মৃত্যুর তিন মাস পর লাশ এসেছে দেশের মাটিতে।
২১ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় গতকাল শুক্রবার রাতে একটি কবরস্থানের পাঁচটি কবরের কঙ্কাল চুরির হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের আইয়ুব আলী মাস্টারের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে