শেষ মুহূর্তে যশোরে বৈধ অস্ত্র জমা দেওয়ার হিড়িক
কেউ আসছেন শটগান, কেউবা পিস্তল, আবার কেউ কেউ রিভলবার নিয়ে আসছেন থানায়। আর যাঁরা সশরীরে আসতে পারেননি, তাঁরা প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। আজ মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানাসহ সব কটি থানাতেই ছিল অস্ত্র জমা দিতে আসা মানুষের ভিড়।