কসমেটিকস নিতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশুটি, সৎমা আটক
‘চাঁদের মতো ফুটফুটে একটি শিশু। ওর তো কোনো শত্রু থাকার কথা নয়। ঈদের জামাকাপড় কিনে দিয়েছি। তারপর আমার নাতনিটারে কসমেটিকস দেওয়ার নামে ডেকে নিয়ে এভাবে মেরে ফেলল! আমি ওর সৎমায়ের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করব, আমার নিষ্পাপ নাতনিডারে কেন এভাবে মারল? ওর তো কোনো দোষ নাই।’ গতকাল মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতাল চ