Ajker Patrika

সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি
সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বিজিবি সদস্য মোহাম্মদ রইশুদ্দীন ও সীমান্তে লাগাতার হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বন্ধু রাষ্ট্র চাই, আমরা কোনো প্রভু চাই না। সরকার যদি এই হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে। তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। 

মানববন্ধনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা শাখার সম্পাদক তসলিমুর রহমান বলেন, ‘সীমান্ত থেকে একজন বিজিবি সদস্যকে বিএসএফ ধরে নিয়ে হত্যা করেছে। শুধু এই হত্যা নয়; ভারতীয় সীমান্ত রক্ষাকারী এই বাহিনী একের পর এক হত্যা করেই চলেছে। কলকাতার মানবাধিকার সংস্থা “মাসুমের” প্রকাশ করা একটি তালিকার মাধ্যমে জানতে পেরেছি ১৯৭৬ সাল থেকে প্রায় ২ হাজার ৪০০ মানুষকে বাংলাদেশ সীমান্তে বিএসএফ হত্যা করেছে। আমরা স্পৃষ্টভাবে বলতে চাই, আমাদের তারা বন্ধু রাষ্ট্র মুখে বললেও তাদের কাজে সেটা প্রমাণ করে না।’ 

তসলিমুর রহমান আরও বলেন, ‘ভারত আমাদের শত্রুরাষ্ট্র মনে করে আর আমরা তাদের বন্ধু রাষ্ট্র মনে করি। তারা আমাদের অভ্যন্তরীণ ও রাজনীতি ক্ষমতা নিয়ে তারা নাক গলায়। সরকার যদি এই হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে। তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’ এ সময় বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, সদস্য পলাশ বিশ্বাস প্রমুখ। 

গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য মোহাম্মদ রইশুদ্দীন নিহত হন। এর দুদিন পর গতকাল বুধবার শার্শা উপজেলার শিকারপুর ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তে বিএসএফের প্রতিনিধিদলের সদস্যরা বিজিবির প্রতিনিধিদলের কাছে লাশটি হস্তান্তর করেন। পরে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যরা যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত ৪৯ বিজিবির প্রধান কার্যালয়ে নিয়ে যান। দুপুরে জানাজা শেষে বিজিবি কার্যালয়ে বিজিবি কর্মকর্তারা পরিবারের সদস্যদের কাছে রইশুদ্দীনের লাশটি হস্তান্তর করেন। 

নিহত বিজিবি সদস্য রইশুদ্দীনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর সাহাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের কামরুজ্জামানের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত