যশোর প্রতিনিধি
যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে ‘মদ্যপ অবস্থায়’ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের পালবাড়ী কাঁচাবাজার এলাকায় নিজের কার্যালয় থেকে তিনজন সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তিন বোতল বিদেশি মদ উদ্ধার করে। টাক মিলন হত্যাসহ একাধিক মামলার আসামি।
টাক মিলনের সঙ্গে গ্রেপ্তার তিনজন হলেন শহরের টালিখোলা এলাকার দস্তগীর, কদমতলা এলাকার শফিকুল ইসলাম ও টালিখোলা এলাকার মারুফুজ্জামান। পরে পুলিশ তাঁদের নিয়ে যশোর ২৫০ শয্যার হাসপাতালে যায়। মদ পান করায় তাঁদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিন বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া টাক মিলনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চলছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচাবাজারসংলগ্ন একটি ভবনে অবস্থিত ইন্টারনেট ব্যবসার অফিসে অভিযান চালানো হয়। এ সময় সেখানে কয়েকজন বসে মদ পান করছিলেন। পুলিশ সেখান থেকে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ চারজনকে আটক করে। এ ছাড়া ওই অফিসের ভেতর থেকে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘অনুসন্ধান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, জাহিদ হাসান মিলন ওরফে টাক মিলনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে দুবাই চলে যান তিনি। নাগালের বাইরে থাকায় তখন গ্রেপ্তার করতে পারেনি যশোরের পুলিশ। অবশেষে দুবাই থেকে দেশে ফেরার পথে টাক মিলনকে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শহরের পুরোনো কসবা কাজীপাড়া এলাকার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
অভিযোগ রয়েছে, সোহাগ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টাক মিলন। ওই মামলায় আটক এক আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে টাক মিলনের নাম উঠে আসে। এই মামলার সন্দেহভাজন আসামি তিনি। এ ছাড়া একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে ‘মদ্যপ অবস্থায়’ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের পালবাড়ী কাঁচাবাজার এলাকায় নিজের কার্যালয় থেকে তিনজন সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তিন বোতল বিদেশি মদ উদ্ধার করে। টাক মিলন হত্যাসহ একাধিক মামলার আসামি।
টাক মিলনের সঙ্গে গ্রেপ্তার তিনজন হলেন শহরের টালিখোলা এলাকার দস্তগীর, কদমতলা এলাকার শফিকুল ইসলাম ও টালিখোলা এলাকার মারুফুজ্জামান। পরে পুলিশ তাঁদের নিয়ে যশোর ২৫০ শয্যার হাসপাতালে যায়। মদ পান করায় তাঁদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিন বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া টাক মিলনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চলছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচাবাজারসংলগ্ন একটি ভবনে অবস্থিত ইন্টারনেট ব্যবসার অফিসে অভিযান চালানো হয়। এ সময় সেখানে কয়েকজন বসে মদ পান করছিলেন। পুলিশ সেখান থেকে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ চারজনকে আটক করে। এ ছাড়া ওই অফিসের ভেতর থেকে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘অনুসন্ধান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, জাহিদ হাসান মিলন ওরফে টাক মিলনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে দুবাই চলে যান তিনি। নাগালের বাইরে থাকায় তখন গ্রেপ্তার করতে পারেনি যশোরের পুলিশ। অবশেষে দুবাই থেকে দেশে ফেরার পথে টাক মিলনকে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শহরের পুরোনো কসবা কাজীপাড়া এলাকার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
অভিযোগ রয়েছে, সোহাগ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টাক মিলন। ওই মামলায় আটক এক আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে টাক মিলনের নাম উঠে আসে। এই মামলার সন্দেহভাজন আসামি তিনি। এ ছাড়া একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
১০ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
১৩ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে