লাঙল-জোয়াল-মাথাল নিয়ে সমাবেশে ঢল কৃষকের
আমন ধান ঘরে তুলেছেন কৃষকেরা। অনাবাদি পড়ে আছে কয়েকটি ধানখেত। এর চারপাশের জমিতে দুলছে হলুদ সরিষা ফুল। এমন নৈসর্গিক পরিবেশেই শুকনা খেতের একপ্রান্তে তৈরি করা হয়েছে সভামঞ্চ। সামনের সারিতে কৃষকদের বসার ব্যবস্থা। কেউ গ্রামের মেঠো পথ দিয়ে সুসজ্জিত গরুর গাড়ি বেয়ে, কেউবা জমির আইল বেয়ে লাঙল, জোয়াল, মাথাল, কাঁচ