Ajker Patrika

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরল ২ জনের প্রাণ

­যশোর প্রতিনিধি
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। ছবি: আজকের পত্রিকা
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। ছবি: আজকের পত্রিকা

যশোর পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ শনিবার ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে বুলু মিয়া গাজী (২৮) ও মনিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগাহ এলাকায় পৌঁছালে ওই বাসটি একটি মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে নিহত বুলু মিয়াকে উদ্ধার করে। আহতদের মধ্যে বাসচালক ও এক মোটরসাইকেল চালক গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দিকে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, দুপুরে রোহিতায় সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক মারা যান। তিনি কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত