Ajker Patrika

মনিরামপুরে সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাসপাতালে মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪: ২৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। আগের দিন সোমবার রাত ১১টার দিকে মনিরামপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যশোর-চুকনগর সড়কের লাউড়ি এলাকা থেকে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী শেখ আকাশ বলেন, ‘গত সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে এক ব্যক্তি লাউড়ি এলাকায় রাস্তার পাশে পড়ে আছেন এমন খবর স্থানীয়রা আমাদের ফোনে জানান। তখন আমরা গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করি। উদ্ধার করা ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েননি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে এনেছেন। আমরা তাকে চিকিৎসা দেওয়ার পরও তাঁর জ্ঞান ফেরেনি। সেই অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা গেছেন। বিষয়টি আমরা থানা-পুলিশকে জানিয়েছি। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত