মমেক হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৩০ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ১৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১৪ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১২ জন, নেত্রকোনায় ৯ জন, জামালপুরের ৪ জন, টাঙ্গাইলের ২ জন, শেরপুর, গাজীপুর ও সুনামগঞ্জের একজন করে রয়েছে।