Ajker Patrika

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ
মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

করোনায় মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৭২) এবং গৌরাঙ্গ (৭০)। 

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহের গৌরীপুরের আকতার উদ্দিন (৮০), ভালুকার আসমা আক্তার (৪২), নেত্রকোনার কেন্দুয়ার পান্না আক্তার (৪০), জামালপুরের সরিষাবাড়ির আবুল হোসেন (৬৫) ইসলামপুরের মমতা বেগম (৫৫)। 

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ১১ জনসহ করোনা ইউনিটে মোট ১৫৮ জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। 

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ৩৩ জন, নান্দাইলের একজন, ঈশ্বরগঞ্জের ছয়জন, গৌরীপুরের দুজন, ফুলপুরের পাঁচজন, তারাকান্দার পাঁচজন, হালুয়াঘাটের পাঁচজন, মুক্তাগাছার সাতজন, ফুলবাড়িয়ার চারজন, ত্রিশালের ১৩ জন, ভালুকার ১১ জন ও গফরগাঁওয়ের ১১ জন রয়েছেন। 

উল্লেখ্য, এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ১৯ জনের। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭১৩ জন। নিজ বাড়িসহ জেলার বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৩০৬ জন।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত