Ajker Patrika

ময়মনসিংহে দুই নবজাতক করোনায় আক্রান্ত

প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে দুই নবজাতক করোনায় আক্রান্ত

করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই নবজাতক চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। 

মহিউদ্দিন খান মুন বলেন, করোনায় আক্রান্ত নবজাতকের একজনের বয়স ২৩ দিন। ওই নবজাতক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানিক মিয়া ও নিলুফার সন্তান। গত ৩১ আগস্ট জ্বর, সর্দি নিয়ে নবজাতককে ভর্তি করা হলে, জানা যায় করোনা আক্রান্তের পাশাপাশি ওই নবজাতক নিউমোনিয়ায় আক্রান্ত। 

অপরজন নবজাতকের বয়স ১৩ দিন। ওই নবজাতক জেলার তারাকান্দা উপজেলার লিটন মিয়া ও রানু আক্তার দম্পতির সন্তান। গত বৃহস্পতিবার সকালে তাঁকে ভর্তি করা হলে পরীক্ষার পর দেখা যায় করোনা আক্রান্তের পাশাপাশি ওই নবজাতক নিউমোনিয়ায় আক্রান্ত। 

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, জুলাই মাস থেকে এ পর্যন্ত মোট ১০ নবজাতকের চিকিৎসা দেওয়া হয়েছে। আট নবজাতক সুস্থ হয়েছে। বর্তমানে দুজন চিকিৎসাধীন আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত