Ajker Patrika

মমেক হাসপাতালে আরও ২৩ মৃত্যু   

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ০২ আগস্ট ২০২১, ১১: ৪৯
মমেক হাসপাতালে আরও ২৩ মৃত্যু   

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে সাতজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১৬ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জন, জামালপুরের তিনজন, নেত্রকোনার তিনজন ও গাজীপুরের দুইজন রয়েছে। 

করোনা আক্রান্তে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের মাহবুব (৪০), মো. আবিদ মিয়া (৪৫), লাইলী বেগম (৫০), হালুয়াঘাট উপজেলার আবুল হোসেন (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার আলতার উদ্দিন (৮৫), নেত্রকোনা সদরের রাজা আলী (৭০) ও মোহনগঞ্জ উপজেলার বিউটি আক্তার (৫০)। 

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের গিয়াস উদ্দিন (৬৫), আব্দুল মজিদ (৫৫), মুক্তাগাছা উপজেলার রবি সেন (৬০), আব্দুল খালেক (৬০), ফুলপুর উপজেলার আব্দুল হাকিম (৭০), সুরুজ আলী (৭০), তারাকান্দা উপজেলার আব্দুল জব্বার (৬৩), ফুলবাড়িয়া উপজেলার মকবুল হোসেন (৬৫), গফরগাঁও উপজেলার নূরজাহান (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল হাই (৭০), জামালপুর সদরের গাজিবুর (৬৫) ও দেওয়ানগঞ্জ উপজেলার আফসার আলী (৬৫), সরিষাবাড়ি উপজেলার সেতারা (৫০), গাজিপুর সদরের সাজেদা আক্তার (৩০), শ্রীপুর উপজেলার মালেকা বানু (৭০) ও নেত্রকোনা সদরের অলি (১৭)। 

 সোমবার এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫৩৫ জন এবং আইসিউতে ২৫ জন চিকিৎসাধীন আছেন।  

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষায় আরও ৪৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬১ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৫ হাজার ৫৪৭ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৫০৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত