প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন। মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা পাঁচজন এবং জামালপুর জেলার দুজন রয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী এবং ৪ জন পুরুষ। চলতি আগষ্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। গড়ে প্রতিদিন এখানে প্রায় ১৫ জন করে মারা যাচ্ছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের জাহাঙ্গীর (৫৮), তারাকান্দার রওশন আরা (৫৫), ত্রিশালের আমেনা খাতুন (৭০) এবং জামালপুর সদরের রাবেয়া (৬৫)।
এছাড়াও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার আব্দুর রহমান (৬৫), ফুলপুরের উসমান আলী (৬৫) এবং জামালপুর সদরের আজিজুল হক (৫৫) বিভিন্ন রকমের করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৯ জন ভর্তিসহ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৯১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া বুধবার সুস্থ হয়ে ২১ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫৬ জন ওয়ানস্টপ ফ্লু কর্ণারে সেবা নিয়েছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯১টি নমুনা পরীক্ষায় ১১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৬৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৬৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৮১৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন। মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা পাঁচজন এবং জামালপুর জেলার দুজন রয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী এবং ৪ জন পুরুষ। চলতি আগষ্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। গড়ে প্রতিদিন এখানে প্রায় ১৫ জন করে মারা যাচ্ছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের জাহাঙ্গীর (৫৮), তারাকান্দার রওশন আরা (৫৫), ত্রিশালের আমেনা খাতুন (৭০) এবং জামালপুর সদরের রাবেয়া (৬৫)।
এছাড়াও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার আব্দুর রহমান (৬৫), ফুলপুরের উসমান আলী (৬৫) এবং জামালপুর সদরের আজিজুল হক (৫৫) বিভিন্ন রকমের করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৯ জন ভর্তিসহ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৯১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া বুধবার সুস্থ হয়ে ২১ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫৬ জন ওয়ানস্টপ ফ্লু কর্ণারে সেবা নিয়েছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯১টি নমুনা পরীক্ষায় ১১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৬৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৬৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৮১৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
১২ মিনিট আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
১৪ মিনিট আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
৩১ মিনিট আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে