খারাপ সময় কী ও কত প্রকার, দেখছেন ম্যাগুয়ার
কথায় আছে, ‘যায় দিন ভালো, আসে দিন খারাপ’। সেই খারাপ সময় যেন কাটছেই না হ্যারি ম্যাগুয়ারের। তাঁর লেস্টার সিটির পারফরম্যান্স দেখে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করতে পিছ পা হয়নি। রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ২০১৯ সালে ওল্ড ট্রাফোর্ডে আসেন ইংলিশ সেন্টার-ব্যাক। রাতারাতি বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হয়ে ওঠা ম্যাগু