কথায় আছে, ‘যায় দিন ভালো, আসে দিন খারাপ’। সেই খারাপ সময় যেন কাটছেই না হ্যারি ম্যাগুয়ারের। তাঁর লেস্টার সিটির পারফরম্যান্স দেখে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করতে পিছ পা হয়নি। রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ২০১৯ সালে ওল্ড ট্রাফোর্ডে আসেন ইংলিশ সেন্টার-ব্যাক। রাতারাতি বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হয়ে ওঠা ম্যাগুয়ার সবার আকর্ষণ ও আলোচনার কেন্দ্রবিন্দুও হয়ে ওঠেন।
সেই আলোচনা এখনো আছে। তবে ম্যাগুয়ার সাম্প্রতিক সময়ে বারবার শিরোনাম হয়েছেন বাজে পারফরম্যান্সের জন্য। ফুটবল সমর্থকদের ট্রলের শিকার হওয়া এখন রীতিমতো গা সয়ে গেছে। অথচ লেস্টার ছেড়ে আসার তিন মাসের মধ্যে ইউনাইটেডের নেতৃত্বভার ম্যাগুয়ারের হাতে তুলে দিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডের সাবেক কোচ ওলে গানার সুলশার। ইন্টারে মিলানে চলে যাওয়া অ্যাশলে ইয়ংয়ের পরিবর্তে রেড ডেভিলদের আর্মব্যান্ড পেলেও নিজের পারফরম্যান্সে উন্নতি আনতে পারেননি।
এমনকি একাদশে জায়গা পাওয়াও মুশকিলের হয়ে পড়ে ম্যাগুয়ারের। এবার তো ৩০ বছর বয়সী ডিফেন্ডারের কাছ থেকে ইউনাইটেডের অধিনায়কত্বও কেড়ে নিলেন কোচ এরিক টেন হাগ। হঠাৎ ঘাড়ে এমন খড়্গ নেমে আসায় হতাশ ম্যাগুয়ার। তিনি জানিয়েছেন, টেন হাগ তাঁর থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছেন। ইংলিশ তারকা জানিয়েছেন, এতে তিনি ‘চূড়ান্তরকম হতাশ’। তারপরও ইউনাইটেডের হয়ে নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি তাঁর কণ্ঠে।
অধিনায়ক হিসেবে টেন হাগের পঞ্চম পছন্দ ম্যাগুয়ার। ডাচ কোচ আর্মব্যান্ড তুলে দেওয়ার কথা ভাবছেন সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানেকে। লিসান্দ্রো মার্তিনেজ, ভিক্টর লিন্ডেলফ এমন লুক শকেও নেতৃত্বে আনতে পারেন তিনি। ম্যাগুয়ার থেকে কেন নেতৃত্ব কেড়ে নিলেন, সেটি অবশ্য খোলাসা করেননি টেন হাগ। তিনি বলেছেন, ‘সাড়ে তিন বছর ধরে অধিনায়ক হিসেবে দলে অবদানের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকে হ্যারিকে ধন্যবাদ জানাচ্ছে।’
তবে টেন হাগের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ম্যাগুয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘কোচের সঙ্গে আলোচনার পর তিনি জানালেন অধিনায়ক পরিবর্তনের কথা। ব্যক্তিগতভাবে আমি চূড়ান্তরকম হতাশ। তবে আমি সমসময় এই জার্সিতে সর্বোচ্চটুকু দিয়ে যাব।’
নেতৃত্ব হারিয়েছেন, ইউনাইটেডে কি থাকা হবে ম্যাগুয়ারের। অবশ্য রেড ডেভিলদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তাঁর। কিন্তু এমন পারফরম্যান্স নিয়ে টেন হাগের অধীনে দলে জায়গা পাবেন কিনা সন্দেহ। তার মধ্যে গুঞ্জন, ম্যাগুয়ার চলে যেতে পারেন ওয়েস্ট হামে। ২০২২-২৩ মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে মাঠে নামতে পেরেছেন ৩১ ম্যাচে। তাঁর অনুপস্থিতিতে রেড ডেভিলদের নেতৃত্ব দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।
ম্যাগুয়ার ইউনাইটেডে থাকবেন কিনা সেটি সামনে জানা যাবে। দুঃসময় কাটিয়ে আবারও নিজের সেরা ঝলক দেখাতে পারলে হয়তো টেন হাগ তাঁকে রেখে দিতে পারেন বা কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ডের হয়ে ২০২৪ ইউরোতেও রক্ষণভাগের দায়িত্ব সামলাতে পারেন। নিজের ভবিষ্যৎ সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে ম্যাগুয়ারকে। নয়তো খারাপ দিনের সংখ্যাটা বাড়তেই থাকবে।
কথায় আছে, ‘যায় দিন ভালো, আসে দিন খারাপ’। সেই খারাপ সময় যেন কাটছেই না হ্যারি ম্যাগুয়ারের। তাঁর লেস্টার সিটির পারফরম্যান্স দেখে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করতে পিছ পা হয়নি। রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ২০১৯ সালে ওল্ড ট্রাফোর্ডে আসেন ইংলিশ সেন্টার-ব্যাক। রাতারাতি বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হয়ে ওঠা ম্যাগুয়ার সবার আকর্ষণ ও আলোচনার কেন্দ্রবিন্দুও হয়ে ওঠেন।
সেই আলোচনা এখনো আছে। তবে ম্যাগুয়ার সাম্প্রতিক সময়ে বারবার শিরোনাম হয়েছেন বাজে পারফরম্যান্সের জন্য। ফুটবল সমর্থকদের ট্রলের শিকার হওয়া এখন রীতিমতো গা সয়ে গেছে। অথচ লেস্টার ছেড়ে আসার তিন মাসের মধ্যে ইউনাইটেডের নেতৃত্বভার ম্যাগুয়ারের হাতে তুলে দিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডের সাবেক কোচ ওলে গানার সুলশার। ইন্টারে মিলানে চলে যাওয়া অ্যাশলে ইয়ংয়ের পরিবর্তে রেড ডেভিলদের আর্মব্যান্ড পেলেও নিজের পারফরম্যান্সে উন্নতি আনতে পারেননি।
এমনকি একাদশে জায়গা পাওয়াও মুশকিলের হয়ে পড়ে ম্যাগুয়ারের। এবার তো ৩০ বছর বয়সী ডিফেন্ডারের কাছ থেকে ইউনাইটেডের অধিনায়কত্বও কেড়ে নিলেন কোচ এরিক টেন হাগ। হঠাৎ ঘাড়ে এমন খড়্গ নেমে আসায় হতাশ ম্যাগুয়ার। তিনি জানিয়েছেন, টেন হাগ তাঁর থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছেন। ইংলিশ তারকা জানিয়েছেন, এতে তিনি ‘চূড়ান্তরকম হতাশ’। তারপরও ইউনাইটেডের হয়ে নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি তাঁর কণ্ঠে।
অধিনায়ক হিসেবে টেন হাগের পঞ্চম পছন্দ ম্যাগুয়ার। ডাচ কোচ আর্মব্যান্ড তুলে দেওয়ার কথা ভাবছেন সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানেকে। লিসান্দ্রো মার্তিনেজ, ভিক্টর লিন্ডেলফ এমন লুক শকেও নেতৃত্বে আনতে পারেন তিনি। ম্যাগুয়ার থেকে কেন নেতৃত্ব কেড়ে নিলেন, সেটি অবশ্য খোলাসা করেননি টেন হাগ। তিনি বলেছেন, ‘সাড়ে তিন বছর ধরে অধিনায়ক হিসেবে দলে অবদানের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকে হ্যারিকে ধন্যবাদ জানাচ্ছে।’
তবে টেন হাগের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ম্যাগুয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘কোচের সঙ্গে আলোচনার পর তিনি জানালেন অধিনায়ক পরিবর্তনের কথা। ব্যক্তিগতভাবে আমি চূড়ান্তরকম হতাশ। তবে আমি সমসময় এই জার্সিতে সর্বোচ্চটুকু দিয়ে যাব।’
নেতৃত্ব হারিয়েছেন, ইউনাইটেডে কি থাকা হবে ম্যাগুয়ারের। অবশ্য রেড ডেভিলদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তাঁর। কিন্তু এমন পারফরম্যান্স নিয়ে টেন হাগের অধীনে দলে জায়গা পাবেন কিনা সন্দেহ। তার মধ্যে গুঞ্জন, ম্যাগুয়ার চলে যেতে পারেন ওয়েস্ট হামে। ২০২২-২৩ মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে মাঠে নামতে পেরেছেন ৩১ ম্যাচে। তাঁর অনুপস্থিতিতে রেড ডেভিলদের নেতৃত্ব দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।
ম্যাগুয়ার ইউনাইটেডে থাকবেন কিনা সেটি সামনে জানা যাবে। দুঃসময় কাটিয়ে আবারও নিজের সেরা ঝলক দেখাতে পারলে হয়তো টেন হাগ তাঁকে রেখে দিতে পারেন বা কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ডের হয়ে ২০২৪ ইউরোতেও রক্ষণভাগের দায়িত্ব সামলাতে পারেন। নিজের ভবিষ্যৎ সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে ম্যাগুয়ারকে। নয়তো খারাপ দিনের সংখ্যাটা বাড়তেই থাকবে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১২ ঘণ্টা আগে