গোল উৎসব সেরে বুন্দেসলিগা জয়ের আরও কাছে চলে এসেছে বায়ার্ন মিউনিখ। আজ নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শালকে জিরো ফোরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল। জোড়া গোল করেছেন সের্জ নাব্রি। দুটিই দ্বিতীয়ার্ধে।
এ নিয়ে টানা তিন জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। গত ১০ বারের লিগ চ্যাম্পিয়ন তারা। তবে এবার বাভারিয়ানদের চোখ রাঙাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। আজ নিজেদের মাঠে মনশেনগ্লাডবাচের বিপক্ষে জিতলে পয়েন্ট ব্যবধানটা আবারও ১-এ নিয়ে আসবে এডিন টারজিচের দল। ডর্টমুন্ড সর্বশেষ লিগ জিতেছে ২০১১-১২ মৌসুমে। শিরোপা খরা কাটানার জন্য এবার নিজেদের বাকি ম্যাচগুলোতে তাদের জিততে তো হবেই, বায়ার্নের পরের দুই ম্যাচের অন্তত একটিতে হলও ড্র বা হার কামনা করতে হবে মার্কো রয়েসদের।
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি মার্শাল ও আলেহান্দ্রো গার্নাচোর গোলে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে সেরা চারে থাকার জায়গাটা আরেকটু মজবুত করল এরিক টেন হাগের দল। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারেই আছে ইউনাইটেড।
তবে আবারও হোঁচট খেয়েছে চেলসি। আগের ম্যাচে দাপুটে জয় পেলেও আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ব্লুজরা। ৫১ মিনিটে চেলসিকে সমতায় ফেরান রাহীম স্টার্লিং। এর ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড। কিন্তু ৬২ মিনিটে সমতায় ফেরে নটিংহ্যাম। ৪৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে চেলসি।
দিনের আরেক ম্যাচে পয়েন্ট তালিকার তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে নিজেদের মাঠ ২-২ গোলে রুখে দিয়েছে লিডস ইউনাইটেড। এই ড্রয়ে অবনমন ঠেকানোর আশাও বাঁচিয়ে রাখল অ্যালান্ড রোডের ক্লাবটি। তবে অবনমন এড়াতে পারেনি সাউদাম্পটন। নিজেদের মাঠে ২-০ গোলে ফুলহামের কাছে হেরেছে তলানিতে থাকা দলটি।
গোল উৎসব সেরে বুন্দেসলিগা জয়ের আরও কাছে চলে এসেছে বায়ার্ন মিউনিখ। আজ নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শালকে জিরো ফোরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল। জোড়া গোল করেছেন সের্জ নাব্রি। দুটিই দ্বিতীয়ার্ধে।
এ নিয়ে টানা তিন জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। গত ১০ বারের লিগ চ্যাম্পিয়ন তারা। তবে এবার বাভারিয়ানদের চোখ রাঙাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। আজ নিজেদের মাঠে মনশেনগ্লাডবাচের বিপক্ষে জিতলে পয়েন্ট ব্যবধানটা আবারও ১-এ নিয়ে আসবে এডিন টারজিচের দল। ডর্টমুন্ড সর্বশেষ লিগ জিতেছে ২০১১-১২ মৌসুমে। শিরোপা খরা কাটানার জন্য এবার নিজেদের বাকি ম্যাচগুলোতে তাদের জিততে তো হবেই, বায়ার্নের পরের দুই ম্যাচের অন্তত একটিতে হলও ড্র বা হার কামনা করতে হবে মার্কো রয়েসদের।
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি মার্শাল ও আলেহান্দ্রো গার্নাচোর গোলে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে সেরা চারে থাকার জায়গাটা আরেকটু মজবুত করল এরিক টেন হাগের দল। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারেই আছে ইউনাইটেড।
তবে আবারও হোঁচট খেয়েছে চেলসি। আগের ম্যাচে দাপুটে জয় পেলেও আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ব্লুজরা। ৫১ মিনিটে চেলসিকে সমতায় ফেরান রাহীম স্টার্লিং। এর ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড। কিন্তু ৬২ মিনিটে সমতায় ফেরে নটিংহ্যাম। ৪৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে চেলসি।
দিনের আরেক ম্যাচে পয়েন্ট তালিকার তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে নিজেদের মাঠ ২-২ গোলে রুখে দিয়েছে লিডস ইউনাইটেড। এই ড্রয়ে অবনমন ঠেকানোর আশাও বাঁচিয়ে রাখল অ্যালান্ড রোডের ক্লাবটি। তবে অবনমন এড়াতে পারেনি সাউদাম্পটন। নিজেদের মাঠে ২-০ গোলে ফুলহামের কাছে হেরেছে তলানিতে থাকা দলটি।
হেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
১ ঘণ্টা আগেঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১৩ ঘণ্টা আগে