Ajker Patrika

বিপদমুক্ত ফন ডার সার

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১২: ৫২
বিপদমুক্ত ফন ডার সার

এখনো নিবিড় পর্যবেক্ষণ বিভাগে থাকলেও ফন ডার সার বিপদমুক্ত আছেন। গতকাল নেদারল্যান্ডস কিংবদন্তির প্রাণ সংশয়ে নেই এমনটি জানিয়েছেন তাঁর স্ত্রী অ্যানেমারি ভ্যান কেস্টেরেন।

অ্যানেমেরির উদ্ধৃতি নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আয়াক্স। ফন ডার সারের বর্তমান অবস্থা সম্পর্কে লেখা হয়েছে, ‘এডউইন এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সে প্রাণ সংশয়ে নেই। তাকে দেখার জন্য গেলে সে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তার শরীরের কতটা উন্নতি হবে।’

ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে গত ৭ জুলাই অসুস্থ হন ফন ডার সার। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ৫২ বছর বয়সী সাবেক আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষককে সেই দেশের এক হাসপাতালে ভর্তি করানো হয়।

আয়াক্স ডাচ লিগে গত মৌসুম শেষ করে তৃতীয় স্থানে থেকে। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি তাদের। ২০০৯ সালের পর এবারই ইউরোপের ক্লাব যুদ্ধে দেখা যাবে না আয়াক্সকে। এই ব্যর্থতার দায়ে গত মে মাসে ফন ডার সার ক্লাবটির প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন।

 ২০১১ সালে ইউনাইটেড থেকে বুটজোড়া তুলে রাখেন ফন ডার সার। ইউনাইটেডের হয়ে ২৬৬ ম্যাচ খেলেছেন তিনি। রেড ডেভিলদের তিনটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিততে দুর্দান্ত ভূমিকা রাখেন তিনি। এর আগে আয়াক্সের হয়ে ৯ বছরের ক্যারিয়ারে চারবার লিগ জয়ের সঙ্গে চ্যাম্পিয়নস লিগও জিতেছেন তিনি। মূলত তাঁর উত্থান ডাচ ক্লাবের হয়েই। এ ছাড়া এই কিংবদন্তি গোলরক্ষক প্রিমিয়ার লিগে ফুলহাম ও সিরি ‘আতে’ জুভেন্টাসের হয়েও খেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত