খামার থেকে উটপাখি ময়ূরসহ বিভিন্ন জাতের পাখির ছানা জব্দ
আহমেদুল্লাহ সাকিবের ভাড়া খামারে রাখা একটি সাদা প্রাইভেট কারের ভেতর কাগজের কার্টনে ৬টি উট পাখির ছানা পাওয়া যায়। পরে তাঁর খামারে অভিযান পরিচালনা করে আরও উটপাখির ছানাসহ ময়ূর, লাভ বার্ড, বাজ রিগার ও ককটেল পাখির ছানা জব্দ করা হয়।