মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত একটিও গঠিত হয়নি। নীতিমালা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। কিন্তু সময়মতো পিআইসি গঠন না-করায় ফসল রক্ষা বাঁধের কাজ যথাসময়ে শেষ হবে না বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে উপজেলার ডিঙাপোতা হাওরের ফসল রক্ষায় প্রতিবছর বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করা হয়। তবে নীতিমালা অনুযায়ী, জরিপ, প্রাক্কলন তৈরি, গণশুনানি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনসহ অন্যান্য যাবতীয় কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার কথা। কিন্তু হাওর থেকে পানি দেরিতে নামায় সব কাজ যথাসময়ে শেষ করা যায়নি বলে জানায় পাউবো।
পাউবো সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় পেরোনোর পর সম্প্রতি জরিপ সম্পন্ন হয়েছে। জরিপের তথ্য যাচাই করার কাজ এখনো বাকি। তারপর প্রকল্প বাস্তবায়ন কমিটি করা হবে। নীতিমালা অনুযায়ী, পিআইসি গঠন শেষে ১৫ ডিসেম্বরের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করে তা আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা কৃষক আ. মালেক বলেন, সময়মতো বাঁধের কাজ শুরু করা না হলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। গাগলাজুর ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য উত্তর বরান্তর গ্রামের বাসিন্দা রুবেল চৌধুরী বলেন, এসব জরিপ প্রতিবছর আমাদের নিয়েই করা হয়। এ বছর কোনো জরিপ হয়েছে বলে জানি না। নির্ধারিত সময় শেষ। এখন জরিপ করলে কমিটি কখন হবে আর কাজই-বা কখন শুরু হবে। সঠিক সময়ে হয়তো সব বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না। ফলে আগাম বন্যা হলে এবার ফসলহানির ব্যাপক শঙ্কা রয়েছে।
উপজেলার গাগলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, সময়মতো বাঁধের কাজ শুরু করা না হলে শেষও হবে দেরিতে। এতে আগাম বন্যা হলে বোরো ফসলহানির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত কমিটি করে প্রকল্পের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের তাগাদা দেওয়া হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, ‘বাঁধের জরিপ কাজ শেষ হয়েছে বলে জেনেছি। তবে কমিটি গঠনের বিষয়ে কী অগ্রগতি, জানা নেই।’ পাউবো কর্মকর্তারা এটা ভালো বলতে পারবেন। তাঁদের কাছ থেকে এ বিষয়ে জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি।
নেত্রকোনা জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত বলেন, সম্প্রতি জরিপের কাজ শেষ হয়েছে। তবে এবার কটি বাঁধ নির্মাণ করা হবে, এটি এখনো নির্ধারণ করা হয়নি। ১৫ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য জানা যাবে। তারপর কমিটি গঠন করে কাজ শুরু করা হবে।
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত একটিও গঠিত হয়নি। নীতিমালা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। কিন্তু সময়মতো পিআইসি গঠন না-করায় ফসল রক্ষা বাঁধের কাজ যথাসময়ে শেষ হবে না বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে উপজেলার ডিঙাপোতা হাওরের ফসল রক্ষায় প্রতিবছর বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করা হয়। তবে নীতিমালা অনুযায়ী, জরিপ, প্রাক্কলন তৈরি, গণশুনানি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনসহ অন্যান্য যাবতীয় কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার কথা। কিন্তু হাওর থেকে পানি দেরিতে নামায় সব কাজ যথাসময়ে শেষ করা যায়নি বলে জানায় পাউবো।
পাউবো সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় পেরোনোর পর সম্প্রতি জরিপ সম্পন্ন হয়েছে। জরিপের তথ্য যাচাই করার কাজ এখনো বাকি। তারপর প্রকল্প বাস্তবায়ন কমিটি করা হবে। নীতিমালা অনুযায়ী, পিআইসি গঠন শেষে ১৫ ডিসেম্বরের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করে তা আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা কৃষক আ. মালেক বলেন, সময়মতো বাঁধের কাজ শুরু করা না হলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। গাগলাজুর ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য উত্তর বরান্তর গ্রামের বাসিন্দা রুবেল চৌধুরী বলেন, এসব জরিপ প্রতিবছর আমাদের নিয়েই করা হয়। এ বছর কোনো জরিপ হয়েছে বলে জানি না। নির্ধারিত সময় শেষ। এখন জরিপ করলে কমিটি কখন হবে আর কাজই-বা কখন শুরু হবে। সঠিক সময়ে হয়তো সব বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না। ফলে আগাম বন্যা হলে এবার ফসলহানির ব্যাপক শঙ্কা রয়েছে।
উপজেলার গাগলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, সময়মতো বাঁধের কাজ শুরু করা না হলে শেষও হবে দেরিতে। এতে আগাম বন্যা হলে বোরো ফসলহানির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত কমিটি করে প্রকল্পের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের তাগাদা দেওয়া হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, ‘বাঁধের জরিপ কাজ শেষ হয়েছে বলে জেনেছি। তবে কমিটি গঠনের বিষয়ে কী অগ্রগতি, জানা নেই।’ পাউবো কর্মকর্তারা এটা ভালো বলতে পারবেন। তাঁদের কাছ থেকে এ বিষয়ে জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি।
নেত্রকোনা জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত বলেন, সম্প্রতি জরিপের কাজ শেষ হয়েছে। তবে এবার কটি বাঁধ নির্মাণ করা হবে, এটি এখনো নির্ধারণ করা হয়নি। ১৫ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য জানা যাবে। তারপর কমিটি গঠন করে কাজ শুরু করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪