Ajker Patrika

মোহনগঞ্জ ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৮: ০১
মোহনগঞ্জ ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার

নেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধের একাধিক স্থান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় জেলেরা অবৈধভাবে সেখানে জাল পেতে মাছ শিকার করার জন্য বাধ কাটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের কাছে নদীর পারে এ ফসল রক্ষা বাঁধের অবস্থান। গত অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাঁধটি পুনর্নির্মাণ ও মেরামতের কাজ হয়।

গত সপ্তাহে এ বাঁধের বিভিন্ন স্থানের প্রায় ১০ ফুটের মত করে রাতের আঁধারে কেটে দেয় দুর্বৃত্তরা। পরে পানির তোড়ে কাটা স্থানগুলো এখন ৩০-৪০ ফুট ভেঙে গেছে।

এ ঘটনায় জড়িত একটি চক্রের বিরুদ্ধে গত ২৩ অক্টোবর উপজেলার আমানীপুর গ্রামবাসীর পক্ষে মো. সোহেল মিয়াসহ আরও চারজন একটি লিখিত অভিযোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর।

এতে গাজীপুরের বয়রা গ্রামের মোশারফ মিয়ার, দ্বীন ইসলাম, আসাদ মিয়া, বাবুল মিয়া, সাব্বির, নবী হোসেনসহ তাদের নেতৃত্বে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার করছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত মোশারফ মিয়া জানান, ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকারের সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কে বা কারা বাঁধ কেটেছে, আমরা তা জানি না। বিপদে ফেলার জন্য আমাদের জড়িয়ে এ ধরনের অপপ্রচার চলছে। তবে বাঁধের কাটা জায়গায় ভীম জাল ফেলে মাছ ধরেছি, এখন জাল তুলে নিয়েছি।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বাচাই বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত