তেলবাহী লরি ও ট্রলির সংঘর্ষে গুরুতর আহত ৪
বাগেরহাটে জ্বালানি তেলবাহী লরি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন লাল খাঁ মিয়া (২৮), রুমান শিকদার (২৫), তায়েব খাঁ (২৫) ও সজীব খাঁ (২৪)। তাঁরা নড়াইলের কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামের বাসিন্দা...