Ajker Patrika

মোল্লাহাটে বাস-জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
Thumbnail image

বাগেরহাটের মোল্লাহাটে বাস ও জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় জিপগাড়িটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেওয়ার পথে জিপগাড়ির চালক শুভ এলাহী (২৪) মারা যান। হতাহতরা সবাই জিপগাড়ির যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন—ইফতি (২১), রিমি (২০), নিয়ন (৩০), আবির (২৫) এবং সাফরিন (২৫)। পুলিশ জানিয়েছে, এদের সবার বাড়ি ঢাকার বিভিন্ন এলাকায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, খুলনা থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনা অভিমুখে একটি জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই জিপগাড়িতে থাকা চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করে। ঢাকায় যাওয়ার পথে জিপগাড়ি চালক শুভ এলাহী মারা যায়।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস এবং জিপগাড়ি ঘটনাস্থলে পড়ে আছে। বাসের চালক এবং সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত