Ajker Patrika

মৎস্যঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ২০ লাখ টাকা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১২: ৪৪
মৎস্যঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ২০ লাখ টাকা

বাগেরহাটের মোল্লাহাটে কৃষকের মৎস্যঘেরে দুর্বৃত্তদের দেওয়া বিষে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি হলেন উপজেলার কাহালপুর গ্রামের নাসির মিয়া। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাহাল গ্রামে ন্যক্কারজনক এ ঘটনা ঘটে।

এতে অন্তত ২০ লাখ টাকার বিভিন্ন জাতের মাছ ও চিংড়ির ক্ষতি করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী মৎস্য চাষির। এ ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আজ শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি নাসির মিয়া।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি নাসির মিয়া জানান, তার ৫০ বিঘা জমির একটি মৎস্যঘেরে গতকাল বৃহস্পতিবার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা বিষ দেয়। আজ শুক্রবার সকালে ঘেরে গিয়ে দেখি ১৫ হাজারের বেশি চিংড়িসহ বিভিন্ন জাতের মাছ মরে পানিতে ভাসছে। এতে তাঁর ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এ ছাড়া ঘের থেকে দুটি বিষের বোতলও উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, এ ব্যাপারে নাসির মিয়া বাদী হয়ে আজ শুক্রবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত