যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন দিল স্থানীয়রা
যশোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা রুবেল হোসেন (৩৫) ও মেয়ে ঐশী (১০) নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী জেসমিন (২৮), আরেক মেয়ে তায়েবা (৪) ও পথচারী ওসমান আলী (১৯)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।