দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা: মোটরসাইকেলে থাকা তিন শিক্ষার্থীই মারা গেছেন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে করে নজিপুর বাজারে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় পার্বতীপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা খায় তাদের মোটরসাইকেলটি।