Ajker Patrika

ওভারটেকিং করতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সায়েম আহমদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরেকজন আহত হয়েছেন।

নিহত মো. সায়েম আহমদ বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু-সংলগ্ন এলাকায় চলন্ত কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে।

এ সময় ঘটনাস্থলে সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, বাইকে ৩ জন ছিলেন। ওভারটেকিং করতে গিয়ে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের ধাক্কা লেগে একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজন কিছুটা আহত হয়েছেন। লাশের সুরতহাল করা হয়েছে। পরিবার চাচ্ছে, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান: আইএসপিআর

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

জমি-ফ্ল্যাটের নিবন্ধনে আসছে বড় সংস্কার

বিচারব্যবস্থার সংস্কার বাদ দিয়ে আ.লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টায় ড. ইউনূসের সরকার: এইচআরডব্লিউ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত