Ajker Patrika

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শালা নিহত, আহত দুলাভাই

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুলাভাই এনজিও-কর্মী আর শ্যালক কলেজছাত্র। শনিবার সকালে দুজনই যশোরে যাচ্ছিলেন। পথে চুরামনকাঠিতে সড়ক দুর্ঘটনায় শ্যালক রিয়াল হোসেন (২০) নিহত এবং দুলাভাই মামুন হোসেন (৩৫) আহত হয়েছেন। উভয়ের বাড়ি কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর গ্রামের ঈমান উদ্দিনের ছেলে রিয়াল। তিনি যশোর এমএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর মামুন হোসেন ওই গ্রামের শামসুল মন্ডলের ছেলে। তিনি যশোরে শিশু ফাউন্ডেশনে চাকরি করেন।

শনিবার সকালে শালা-দুলাভাই মিলে মোটরসাইকেলযোগে যশোরে যাচ্ছিলেন। পথে চুরামনকাঠিতে সড়ক দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক মামুনকে ভর্তি রাখেন আর রিয়ালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা হাসপাতালে স্থানান্তর করেন।

স্বজনেরা খুলনায় নেওয়ার পথে রিয়াল মারা যান।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন করতে অফিসার পাঠানো হয়েছে। সুরতহালের পর আইনি প্রক্রিয়ায় সব ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত