‘বাংলাদেশ আমাদের প্রচণ্ড চাপে রেখেছিল’
অল্প পুঁজিতে ম্যাচ কীভাবে জমে ওঠে, সেটাই দেখা গেল মিরপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে। পেন্ডুলামের মতো একবার বাংলাদেশের দিকে, আরেকবার ভারতের দিকে হেলে পড়ছিল ম্যাচটা। ৩ উইকেটের জয় নিয়ে শেষ হাসি হাসে ভারত। জিতেও রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, স্বাগতিকেরা (বাংলাদেশ) তাদের বেশ চাপে রেখেছিল।