১০০ কোটি ডলার অনুদান পেয়েই টিউশন ফি বাতিল করল মার্কিন মেডিকেল কলেজ
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের মূল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, একজন ধনী হিতৈষীর কাছ থেকে তারা ১০০ কোটি ডলার মূল্যের একটি ‘রূপান্তরযোগ্য উপহার’ পেয়েছে। ফলে ভবিষ্যতে নিউইয়র্কের ওই মেডিকেল স্কুলে পড়তে আর কোনো টিউশন ফি লাগবে না।