Ajker Patrika

রুশ কিশোরীকে যৌন হয়রানি: ব্যক্তির দায় নেবে না হাসপাতাল, তদন্ত করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রুশ কিশোরীকে যৌন হয়রানি: ব্যক্তির দায় নেবে না হাসপাতাল, তদন্ত করবে পুলিশ

রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে রুশ কিশোরীকে (১৫) যৌন হয়রানির মামলায় হাসপাতালের কাউকে এখনো জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, ওই ঘটনায় হাসপাতালের গাফিলতি ছিল কি না, তা-ও দেখা হবে।

৮ ফেব্রুয়ারি ওই হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক রুশ কিশোরীকে (১৫) যৌন হয়রানির অভিযোগে তার মা ১৩ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার আসামি ওই হাসপাতালের কর্মচারী আবুল কাশেমকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর রুশ মা বাংলাদেশে একটি প্রকল্পে কর্মরত।

তদন্তসংশ্লিষ্ট সূত্র গতকাল বুধবার বলেছে, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশেম রুশ কিশোরীকে যৌন হয়রানি করার কথা স্বীকার করেছেন। অসৎ উদ্দেশ্যে তিনি পুরো সময় চিকিৎসকের ছদ্মবেশ ধরেছিলেন।

পুলিশ বলেছে, তদন্তে নেমে তাঁরা কিছু তথ্য পেয়েছেন। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কাউকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো ঘটনার সাক্ষীদের বক্তব্য নেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হয়নি। যদি হাসপাতালের গাফিলতি থাকে, সেটাও দেখা হবে।

ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ গত সোমবার আজকের পত্রিকাকে বলেছেন, হাসপাতালের এক কর্মচারী ওই কাজ করেছেন। তাঁর ব্যক্তিগত ঘটনার দায় হাসপাতালের নয়।

মামলা সূত্রে জানা যায়, রুশ ওই কিশোরীর বগলে ফোড়া হওয়ায় অস্ত্রোপচারের জন্য কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান তার মা। হাসপাতালের কর্মচারী কাশেম ফোড়া দেখার অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। শেষবার তার মাকে কেবিন থেকে বেরিয়ে যেতে বললে তাঁর সন্দেহ হয় এবং তিনি চিৎকার করে সবাইকে ডেকে আনেন। পরে মেয়েকে তিনি অন্য হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত