Ajker Patrika

১২ ঘণ্টার ব্যবধানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ কয়েদির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪৭
১২ ঘণ্টার ব্যবধানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ১২ ঘণ্টার ব্যবধানে সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একজন ও অপরজন গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

কয়েদিরা হলেন—রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকার মোবারকের ছেলে মোহসিন (৪০)। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং অপরজন হলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার নওগাঁ গ্রামের বাহার উদ্দিনের ছেলে হাজি মো. হারুন (৬৫)। এনআই অ্যাক্টের মামলায় এক বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।

কারা সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে কারারক্ষীরা হারুনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা হারুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত হারুনের কয়েদি নম্বর ৫৩৫৩/এ এবং মৃত মোহসিন কয়েদি নম্বর ৫৬০৩/এ।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গতকাল ও আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুজন কয়েদির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত