Ajker Patrika

বিয়েবাড়িতে সেমাই খেয়ে শিশু-নারীসহ অসুস্থ ৪২ জন

ময়মনসিংহ ও গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ১০
বিয়েবাড়িতে সেমাই খেয়ে শিশু-নারীসহ অসুস্থ ৪২ জন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের বাড়িতে সেমাই খেয়ে নারী, শিশুসহ ৪২ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় ৩২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মোট ৩২ জন হাসপাতালে ভর্তি আছেন, ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। 

রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন সরকার বলেন, দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেল গতকাল বৃহস্পতিবার বিয়ে করেন। আজ সকালে বাড়িতে নতুন বউ দেখতে আসা মেহমানদের নাশতা করানোর জন্য বাজার করতে যান মফিজ উদ্দিন। বাজারে গিয়ে সেমাই, চিনির সঙ্গে ধান ও সবজিতে ব্যবহৃত থিয়োভিট (ছত্রাকনাশক) কিনে আনেন তিনি। আনার পর বাড়ির নারীরা চিনির বদলে ভুলে থিয়োভিট মিশিয়ে সেমাই রান্না করেন। পরে মেহমান সেই সেমাই খেতে দিলে একে একে ৪২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ৪০ থেকে ৪২ জন অসুস্থ হয়েছেন। তবে, সবাই আশঙ্কামুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত