Ajker Patrika

১০০ কোটি ডলার অনুদান পেয়েই টিউশন ফি বাতিল করল মার্কিন মেডিকেল কলেজ

১০০ কোটি ডলার অনুদান পেয়েই টিউশন ফি বাতিল করল মার্কিন মেডিকেল কলেজ

বড় অঙ্কের একটি অনুদান পাওয়ার সব শিক্ষার্থীদের টিউশন ফি বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি মেডিকেল কলেজ। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের মূল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, একজন ধনী হিতৈষীর কাছ থেকে তারা ১০০ কোটি ডলার মূল্যের একটি ‘রূপান্তরযোগ্য উপহার’ পেয়েছে। ফলে ভবিষ্যতে নিউইয়র্কের ওই মেডিকেল স্কুলে পড়তে আর কোনো টিউশন ফি লাগবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো মেডিকেল কলেজের পাওয়া দাতব্য অনুদানের মধ্যে এটিই সর্বোচ্চ। প্রতিষ্ঠানটির বাৎসরিক টিউশন ফি বাবদ আয় ছিল প্রায় ৬০ হাজার ডলার। সেটি এখন শূন্য হয়ে যাবে। 

মেডিকেল স্কুলটি এবং এর অধিভুক্ত হাসপাতাল মন্টেফিওর মেডিকেল সেন্টার নিউইয়র্কের ব্রঙ্কসে অবস্থিত। নিউইয়র্ক সিটির দরিদ্রতম পৌর এলাকা এটি। সরকারি পরিসংখ্যান অনুসারে, স্বাস্থ্য ব্যবস্থা পুরো অঙ্গরাজ্যের মধ্যে এখানেই সবচেয়ে খারাপ। 

ক্যাম্পাসের এক্স অ্যাকাউন্ট থেকে টিউশন ফি বাতিল ঘোষণার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে, টিউশন ফি বাতিল ঘোষণার সঙ্গে সঙ্গে অডিটোরিয়াম ভর্তি শিক্ষার্থী উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাঁরা উল্লাস, চিৎকার এবং করতালি দিচ্ছেন। 

সংস্থাটি গত সোমবার সন্ধ্যার দিকে এক বিবৃতিতে বলে, আইনস্টাইন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং মন্টেফিওর হেলথ সিস্টেম বোর্ডের সদস্য রুথ এল গোটেসম্যানের কাছ থেকে আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন একটি রূপান্তরযোগ্য উপহার পেয়েছে। এই ঐতিহাসিক উপহার—দেশের যেকোনো মেডিকেল স্কুলের পাওয়া সবচেয়ে বড় অঙ্কের—আইনস্টাইনের কোনো শিক্ষার্থীকে আর টিউশন দিতে হবে না। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বসন্ত ২০২৪–এর সেমিস্টার ফি কলেজ কর্তৃপক্ষ পরিশোধ করবে। আর আগামী আগস্ট থেকে ভবিষ্যতের সমস্ত শিক্ষার্থী বিনা খরচে এখানে পড়তে পারবেন। 

গোটেসম্যান (৯৩) আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের শিশুরোগবিদ্যার প্রাক্তন ক্লিনিক্যাল অধ্যাপক এবং ওয়াল স্ট্রিটের প্রাক্তন বিনিয়োগকারী ডেভিড গোটেসম্যানের স্ত্রী। এই শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দাতা তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত