এপির প্রতিবেদন /গাজার অর্ধেক এখন ইসরায়েলের দখলে
ইসরায়েলি এক সেনা বলেন, ‘আমরা শুধু ওদের মারিনি, ওদের স্ত্রী, সন্তান, বিড়াল, কুকুর—সবকিছুকে হত্যা করেছি।’ বাফার জোনগুলোকে তিনি ‘কিল জোন’ (হত্যার জায়গা) হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ট্যাংকের ৫০০ মিটারের মধ্যে কেউ এলে তাকেও গুলি করা হতো—নারী বা শিশু, কেউই ছাড় পায়নি।’