Ajker Patrika

খুলনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত পলাশ খানের (২২) মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। পলাশ খুলনা সদর থানার মতলেবের মোড়ের বাসিন্দা মো. আব্দুল হামিদ খানের ছেলে।

এর আগে সন্ত্রাসীরা গতকাল রোববার রাতে খুলনা শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পলাশ খানকে জখম করে।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় পলাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় রাতে তাঁর অপারেশন করা হয়। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, পলাশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অপরাধীদের ধরতে রাতভর অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশুপার্কে ঈদ মেলায় কিশোর গ্যাংয়ের সঙ্গে পলাশের বিবাদ হয়। এর জেরে পলাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত