পুলিশ হেফাজতে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক হওয়া এক যুবক মারা গেছেন। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবকের নাম শেখ জুয়েল (৩৫)। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্রামের বাসিন্দা ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে মৃত ঘোষণা করা হয়।