অবসরে যা করতে পারেন মুরাদ হাসান
হারিয়েছেন প্রতিমন্ত্রীর পদ; এর পর একে একে উপজেলা থেকে শুরু করে সব কমিটির দলীয় পদও গেছে। কদিন আগেও সব ছিল। উপচে পড়ছিল সব; একেবারে ‘অম্বলহীন’ দুধে-ভাতে বলা যায় যাকে। অবশ্য অম্বল হলেও দুশ্চিন্তার কিছু ছিল না। লোকের সন্দেহের মুখে ছাই দিয়ে নিজের এটুকু চিকিৎসা অন্তত করতেই পারতেন। হায়, দুধ-ভাত গেল, অম্বলও