Ajker Patrika

ডা. মুরাদের নামে মামলার আবেদন

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ৩৮
ডা. মুরাদের নামে মামলার আবেদন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এ মামলা ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ রেইন্সকেও আসামি করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দাখিল করেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান।

আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এলিনা খান বাদীর শুনানি ও জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলার ব্যাপারে বিচারক এখনো কোনো আদেশ দেননি।

মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান বলেন, ‘আমরা মামলার আলামত হিসেবে আদালতে ইউটিউবে প্রচারিত হওয়া ডা. মুরাদ ও নাহিদের বক্তব্য সিডি আকারে দাখিল করেছি। আমার আইনজীবীদের বক্তব্য আদালত রেকর্ডসহ ফাইল করা হয়েছে। আশা করি বিচারক আমাদের মামলা আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেবেন।’

এ সময় মামলার বাদীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লিটন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোকছেদুর রহমান, অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহারসহ বারের শতাধিক আইনজীবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত