Ajker Patrika

জয়পুরহাটে ডা. মুরাদ ও মহিউদ্দিনের বিরুদ্ধে মামলার আবেদন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ডা. মুরাদ ও মহিউদ্দিনের বিরুদ্ধে মামলার আবেদন

জয়পুরহাটে ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে পেনাল কোডে মামলার জন্য আবেদন করা হয়েছে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের বিচারিক আদালতে এ আবেদন করা হয়। 

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে মামলার এ আবেদন করা হয়েছে। জয়পুরহাট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম ওরফে রাজু বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এক নম্বর আমলি আদালতে (সদর) এ মামলা দায়ের করেন। 

মামলা দাখিলের আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে আইন পেশায় নিয়োজিত। মামলার এক নম্বর আসামি মুরাদ হাসান ও দুই নম্বর আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ জাইমা রহমান সম্পর্কে মানহানিকর ও মিথ্যা তথ্যসংবলিত বক্তব্য দিয়েছেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এতে জাইমা রহমান ও বিএনপির প্রতি বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টির অপরাধ করা হয়েছে। এ কারণে আসামিরা ১৮৬০ সালের পেনাল কোডের-১৫৩ (ক) / ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় অপরাধ করেছেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করে মোজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আদালত আমার জবানবন্দি শুনে মামলা আমলে নিয়েছেন। কিন্তু এ বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি। 

মোজাহিদুল ইসলাম আরও বলেন, আমি মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত তা আমলে নিয়েছেন। পরে এ বিষয়ে আদেশ দেবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত