সংগ্রামী ছিন্নমূল ‘ইন্দুবালা’ হয়ে ফিরছেন শুভশ্রী
২ মিনিট ৯ সেকেন্ডের টিজারটিতে ইন্দুবালার হাতে রান্নার জাদুর পাশাপাশি অতীতের কোণে বিচ্ছেদের গল্পের আভাস দিয়েছেন পরিচালক। যাতে দেখানো হয়েছে দেশভাগের ইতিহাস, স্বজন হারানোর যন্ত্রণা। সেখানে বাঙালির রসনাতৃপ্তির নানা কাহিনিও দেখা যাবে। টিজারটিতে জুড়ে দেওয়া ক্যাপশন অন্তত এমনই ইঙ্গিত। যেখানে জানানো হয়, এই ই