Ajker Patrika

কেন এই অবহেলা?

সম্পাদকীয়
কেন এই অবহেলা?

ইতিহাসের কাল পরিক্রমায় ভাষা আন্দোলনই হলো মুক্তিযুদ্ধের সূতিকাগার। আর তাই ভাষাশহীদ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাদের গর্বের শেষ নেই। মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়। কিন্তু বেদনার কথা যে ভাষাশহীদদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের সুযোগ ও বরাদ্দের ব্যবস্থা নেই। একই সঙ্গে তাঁদের যথাযথ সম্মানও করা হয় না। ভাষা আন্দোলনের ৭১ বছর পরও ভাষাশহীদদের স্বজনদের কণ্ঠে অভিমান এবং সমস্যায় জর্জরিত থাকার খবর প্রকাশিত হয়েছে আজকের পত্রিকায়।

পত্রিকার খবর থেকে জানা যায় পাঁচ ভাষাশহীদ পরিবারের কষ্ট ও বেদনার কথা। ভাষাশহীদ আবুল বরকতের ভাতিজা আইন উদ্দিন বরকত বলেন, ‘যাঁরা ভাষার জন্য শহীদ হলেন, তাঁদের পরিবারের কোনো সদস্যই একুশে বইমেলার অনুষ্ঠানে দাওয়াত পান না। রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ দিনগুলোয় বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের কুশলবিনিময়ের ব্যবস্থা করা হলেও ভাষাশহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয় না। একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার অনুষ্ঠানেও তাঁদের কোনো আমন্ত্রণ জানানো হয় না।’

ভাষাশহীদ রফিকউদ্দিনের ভাই খোরশেদ আলম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মতো আমাদের জন্যও কোটার ব্যবস্থা থাকলে ভালো হতো। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দাওয়াত দিয়ে বা নানাভাবে আমাদের সম্মানিত করা যেত।’ ভাষাশহীদ শফিউর রহমানের মেয়ে শারমিন আদিবা রহমান বলেন, ‘আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেন না। আমি যোগাযোগ করলে তাঁরা নানা রকম কাগজপত্র চান। এখন ভাষাশহীদদের পরিচয় দিয়ে কোথাও আলোচনা করি না।’

ভাষাশহীদ আবদুল জব্বারের পুত্রবধূ ফিরোজা খাতুন বলেন, ‘আমার স্বামী (জব্বারের ছেলে) নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ভাষাশহীদের ভাতা বাবদ ১০ হাজার টাকা পেতেন। তিনি মুক্তিযোদ্ধা ভাতাও পেতেন। ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর ভাতা বন্ধ হয়ে যায়।’ ভাষাশহীদ আবদুস সালামের ভাই আবদুল করিম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অনেককে অনেক কিছু করে দিয়েছেন। তিনি যদি ভাষাশহীদ পরিবারের জন্য কিছু করে দেন, তাহলে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ থাকব।’

যাঁদের আত্মত্যাগে আমরা আজ বাংলায় কথা বলছি, কেন তাঁদের পরিবারের সদস্যদের এই আক্ষেপ। এসব অভিমান কেন রাষ্ট্রের কর্তাব্যক্তিরা শুনতে পাচ্ছেন না।বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে পরিচিত সরকারের কাছে কি আমাদের এ রকম প্রত্যাশা ছিল? তাদেরই তো এসব বিষয়ে বেশি তৎপর থাকার কথা ছিল।কিন্তু কেন এ রকম হলো? আমাদের একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জাতি হিসেবে গর্বিত হই। কিন্তু যখন ভাষাশহীদদের পরিবারের সদস্যদের রাষ্ট্র থেকে অবমূল্যায়নের খবর প্রকাশিত হয়, তখন এই গর্বের মানে কী দাঁড়ায়? ভাষাশহীদ পরিবারের সদস্যদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা আমাদের জন্য লজ্জাজনক। তাই সরকারকেই তাঁদের স্বজনদের জন্য যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা অতীব জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত