যে বেদনায় কাঁদেন গোবিন্দ
গোবিন্দ কর্মকারের চোখ প্রমাণ করল, চোখের জলের কোনো বাঁধ নেই। কখন কীভাবে কিসের জন্য গড়িয়ে পড়বে, তা বোঝারও কোনো উপায় নেই। তাঁর গাল বেয়ে যখন অশ্রু অঝোরে গড়িয়ে পড়ছে, তখন আমরা মাথা নিচু করে ভাবছি, গোবিন্দ কর্মকারের এই চোখের জলের কারণটা কী? উত্তরটা জানার পর মনে হলো, কোনোভাবেই তাঁর এই অশ্রু অকারণে ঝরছে না।