Ajker Patrika

শীতবস্ত্র পেলেন ৫ শতাধিক মানুষ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ০৫
শীতবস্ত্র পেলেন ৫ শতাধিক মানুষ

সিলেটে গরিব, দুঃখী, অসহায় শীতার্ত পাঁচ শতাধিক মানুষ পেলেন শীতবস্ত্র। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের উদ্যোগে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। গত শনিবার রাতে নগরীর রেলস্টেশন এলাকায় শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন অসহায় মানুষেরা। তাদের একজন শারীরিক প্রতিবন্ধী কাওসার আহমদ। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে সিলেট রেল স্টেশন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। কাওসার আহমদ বলেন, ‘শীতবস্ত্র পেয়ে খুবই উপকার হলো। আমি খুবই আনন্দিত ও খুশি হয়েছি। এই শীতে আর কষ্ট থাকবে না।’

একইভাবে শারীরিক প্রতিবন্ধী আসখর মিয়াও (৭০) শীতবস্ত্র পেয়ে আনন্দে মেতে ওঠেন। তিনি বলেন, এবারের শীতকাল ভালোই কাটবে।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। এই সময় গরিব, দুঃখী, অসহায় মানুষ শীতের পোশাকের অভাবে চরম দুঃখ-কষ্ট নিয়ে চলছেন। তাঁরা শীতের পোশাক না পেয়ে অনেক কষ্টে থাকেন।

এ সময় তিনি বলেন, সবার উচিত শীতার্ত অসহায় মানুষের পাশে থাকা। শীতে যাতে অসহায় মানুষ দুঃখ-কষ্ট না পায় সে জন্য সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত