রক্তে মিলবে মনের খবর
মানুষ নানা কারণে মানসিক সমস্যায় ভুগতে পারে। সমস্যাও নানা ধরনের হতে পারে। কেউ হয়তো বিষণ্ণতায় ভুগছেন, কেউবা বিকারগ্রস্ততায়। কারও সমস্যা মেজাজ ধরে রাখতে না-পারা, কেউ আবার অকারণ দুশ্চিন্তায় ভোগেন। তবে অনেকেই জানেন না, তিনি মানসিক সমস্যায় ভুগছেন।