চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
বয়স তার সাত। এই ছোট্ট শিশুকে সব সময় বেঁধে রাখা হয় গাছের সঙ্গে। প্রায় তিন বছর গাছে বাঁধা জীবন ভোলার চরফ্যাশন উপজেলার মানসিক প্রতিবন্ধী কাওসারের। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুমবাগ গ্রামের অসহায় কৃষক দম্পতি আব্দুল আজিজ ও খাদিজা বেগম। ধারদেনা করে চলছে তার চিকিৎসা। প্রতিবন্ধী ভাতাও পাচ্ছে কাওছার। পেলে ন্যূনতম চিকিৎসাটুকু করানো সম্ভব হতো বলে দাবি তাঁর বাবা-মায়ের।
তবে স্থানীয় প্রশাসন বলছে, বিষয়টি জানানো হয়নি। তবে দ্রুত কাওসারের চিকিৎসার ব্যবস্থা করতে সহযোগিতা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, আব্দুল আজিজ ও খাদিজা বেগম দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে কাওছার তৃতীয়। আব্দুল আজিজ কৃষিকাজ করে সংসার চালান। সংসারে অভাব থাকলেও শান্তি ছিল। কিন্তু গত ৭ বছর আগে জন্ম নেয় কাওসার। সুন্দর চেহারা, সঙ্গে মুখে হাসি লেগে থাকত তার। তিন বছর বয়সেই কথা বলা শুরু করে সে। প্রায় তিন বছর আগে কাওসার উঠানে খেলার সময় মৌমাছি কামড় দেয় তার মাথায়। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়। আত্মীয়স্বজনদের কাছ থেকে ধারদেনা করে ছেলের চিকিৎসার খরচ জোগান আজিজ। তারপরও শিশুটি সুস্থ হয়ে ওঠেনি। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ।
বাবা আব্দুল আজিজ বলেন, ‘অন্য কোথাও চলে যাওয়ার ভয়ে দুই পা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। সে যতক্ষণ জেগে থাকে ততক্ষণই গাছে বেঁধে রাখা হয়। বাঁধন খুলে রাখলে সে অন্যত্র চলে যায়। আবার ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে। এমনকি তাকে জামা-প্যান্ট পরালে তা ছিঁড়ে ফেলে। কাওসার মানসিক ভারসাম্যহীন হওয়ায় কথা বলতে পারে না।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন বলেন, ‘শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পেরেছি। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। জেলা ও বিভাগীয় সরকারি হাসপাতালে চিকিৎসা সহায়তা পাওয়া যায়। শিশুটির চিকিৎসায় সমাজসেবা অফিস সহায়তার জন্য ভোলা জেলা সমাজ কল্যাণ পরিষদে আবেদন পাঠাবে।’
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, ‘বিষয়টি কেউ জানায়নি। এমনকি ছেলেটির বাবা-মাও কখন অফিসে আসেননি। খোঁজ নিয়ে শিশুটির চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হবে।’
বয়স তার সাত। এই ছোট্ট শিশুকে সব সময় বেঁধে রাখা হয় গাছের সঙ্গে। প্রায় তিন বছর গাছে বাঁধা জীবন ভোলার চরফ্যাশন উপজেলার মানসিক প্রতিবন্ধী কাওসারের। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুমবাগ গ্রামের অসহায় কৃষক দম্পতি আব্দুল আজিজ ও খাদিজা বেগম। ধারদেনা করে চলছে তার চিকিৎসা। প্রতিবন্ধী ভাতাও পাচ্ছে কাওছার। পেলে ন্যূনতম চিকিৎসাটুকু করানো সম্ভব হতো বলে দাবি তাঁর বাবা-মায়ের।
তবে স্থানীয় প্রশাসন বলছে, বিষয়টি জানানো হয়নি। তবে দ্রুত কাওসারের চিকিৎসার ব্যবস্থা করতে সহযোগিতা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, আব্দুল আজিজ ও খাদিজা বেগম দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে কাওছার তৃতীয়। আব্দুল আজিজ কৃষিকাজ করে সংসার চালান। সংসারে অভাব থাকলেও শান্তি ছিল। কিন্তু গত ৭ বছর আগে জন্ম নেয় কাওসার। সুন্দর চেহারা, সঙ্গে মুখে হাসি লেগে থাকত তার। তিন বছর বয়সেই কথা বলা শুরু করে সে। প্রায় তিন বছর আগে কাওসার উঠানে খেলার সময় মৌমাছি কামড় দেয় তার মাথায়। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়। আত্মীয়স্বজনদের কাছ থেকে ধারদেনা করে ছেলের চিকিৎসার খরচ জোগান আজিজ। তারপরও শিশুটি সুস্থ হয়ে ওঠেনি। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ।
বাবা আব্দুল আজিজ বলেন, ‘অন্য কোথাও চলে যাওয়ার ভয়ে দুই পা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। সে যতক্ষণ জেগে থাকে ততক্ষণই গাছে বেঁধে রাখা হয়। বাঁধন খুলে রাখলে সে অন্যত্র চলে যায়। আবার ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে। এমনকি তাকে জামা-প্যান্ট পরালে তা ছিঁড়ে ফেলে। কাওসার মানসিক ভারসাম্যহীন হওয়ায় কথা বলতে পারে না।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন বলেন, ‘শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পেরেছি। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। জেলা ও বিভাগীয় সরকারি হাসপাতালে চিকিৎসা সহায়তা পাওয়া যায়। শিশুটির চিকিৎসায় সমাজসেবা অফিস সহায়তার জন্য ভোলা জেলা সমাজ কল্যাণ পরিষদে আবেদন পাঠাবে।’
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, ‘বিষয়টি কেউ জানায়নি। এমনকি ছেলেটির বাবা-মাও কখন অফিসে আসেননি। খোঁজ নিয়ে শিশুটির চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫